বুড়িচংয়ে অবৈধভাবে টিলা কাটায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় 

কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর সীমান্তবর্তী এলাকায় অবৈধ ভাবে পাহাড়ি টিলার মাটি ভেকো দিয়ে কেটে বিক্রি করার অভিযোগে মঙ্গলবার রাত সাড়ে ১০টায়  উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম অভিযান চালায়।
এসময় অবৈধ ভাবে পাহাড়ি টিলার মাটি ভেকো দিয়ে কাটার সময় সীমান্তবর্তী এলাকার আনন্দ পুর গ্রামের আমির হোসেন কে ভেকো সহ আটক করে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সূত্রে জানা যায়,  মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ছামিউল ইসলাম উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর সীমান্তবর্তী এলাকার আনন্দ পুর গ্রামে অভিযান চালায়। সীমান্তের আনন্দ পুর গ্রামের পাহাড়ি টিলার মাটি ভেকো দিয়ে অবৈধ ভাবে কাটার সময় ওই গ্রামের আমির হোসেন নামের এক ভূমির মাটি খেকোকে আটক করে।
এসময় ভেকো ও আমির হোসেন কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম