
কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে দেবপুর ফাঁড়ি পুলিশ যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শফিকুর ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
রবিবার দিবাগত রাত সোয়া ১টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ গ্রামের মৃত আসর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন, মো. কামাল হোসেন ও সহকারী উপপরিদর্শক জহিরুল ইসলামের সঙ্গীয় একদল পুলিশ অবস্থান নিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় রাত সোয়া একটায় নেত্রকোনাগামী বিশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। ঘটনার পরই ওই যাত্রীকে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে মোহাম্মদ রুহুল আমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাঁকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ফম/এমএমএ/