বুধবার সাংবাদিক নওশাদ কবীরের ১৯তম মৃত্যুবার্ষিকী

সাংবাদিক নওশাদ কবীর। ছবি: সংগ্রহীত।
কুমিল্লা : প্রয়াত শিশু ও অঙ্কন শিল্পী,সংগঠক,সমাজসেবক, দৈনিক যুগান্তরের সাবেক  কুমিল্লা জেলা প্রতিনিধি সাংবাদিক নওশাদ কবীরের আজ বুধবার  ১৯ তম মৃত্যুবার্ষিকী। ২০০৩ সালের ৯ ফেব্রুয়ারী সংবাদ সংগ্রহে কুমিল্লা থেকে দাউদকান্দি যাওয়ার পথে চান্দিনা পালকি সিনেমা হলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার সহযোগী যুগান্তর স্বজন সমাবেশ সদস্য ফারুকসহ মারা যান।
এউপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে এদিন কবর জেয়ারত,কোরআন খতম,মিলাদসহ ময়নামতি আবেদিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিম শিশুদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থী।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম