মতলব উত্তর (চাঁদপুর): ঐতিহ্যবাহী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুরে হযরত শাহ্ সোলায়মান লেংটা (রহ.) এর ১০৩ তম বার্ষিক ওরশ ও বাউল মেলা শুরু হচ্ছে আগামীকাল ৩০ মার্চ, ১৬ চৈত্র।
এ উপলক্ষ্যে সোলায়মান লেংটার মাজার সহ আশপাশের এলাকা ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই মেলা চলে ৭ দিন পর্যন্ত। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্ত আশেকান আসতে শুরু করেছে মেলায়।
প্রতি বছরের ন্যায় ওরশ উপলক্ষ্যে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে গ্রামীন মেলা, বাউল মেলা ও ভক্ত আশেকানদের আস্তানা বসেছে। ১৩২১ বাংলা সালে সোলায়মান লেংটার মৃত্যুর পরে প্রতি বছর ১৭ চৈত্র থেকে ওরশ পালন করে আসছে ভক্তরা। গত ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারীর কারণে মেলা বন্ধ ছিল। দুই বছর পর এবার মেলার আয়োজন করেছে কর্তৃপক্ষ। মেলায় ছোট বড় প্রায় ৫ শতাধিক বাউল আস্তানায় দেশের বাউল শিল্পীরা গান পরিবেশন করবেন। গত ১ চৈত্র ওরশটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
ওরশের প্রথম দিন থেকে মিলাদ মাহফিল, জিকির, শামা ও কাওয়ালি গান গেয়ে ভক্তরা আগামী ৭ দিন এলাকা মাতিয়ে রাখবেন। এ বিষয়ে শাহ্ সোলায়মান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান (লাল মিয়া) বলেন, প্রতি বছরের ন্যায় এবারও সারাদেশ থেকে প্রায় ৩০-৪০ লক্ষ ভক্ত আশেকান এ ওরশে যোগদান করবেন। এবং যথাযথ মর্যাদায় এবার ওরশ পালন করা হবে।
মেলার আইন-শৃক্সখলা বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, মেলার আইন-শৃক্সখলা রক্ষায় পুলিশ, আনছার ও কমিউনিটি এবং বিশেষ পরিস্থিতির জন্য রিজার্ভ’সহ প্রায় ২০০ আইন-শৃক্সখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর থাকবে।
ফম/এমএমএ/