বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক: ডিসি চাঁদপুর

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা

চাঁদপুর: চাঁদপুর শহরের বিপনীবাগস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির এক সভা বুধবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।

সভায় সভাপত্বি করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি অঞ্জনা খান মজলিশ । বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক এর পরিচালনায় সভায় অংশ নেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ সরকার ,সদস্য ও চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো:সাহাবউদ্দিন ,সদস্য ও সুইড বাংলাদেশ চাঁদপুর এর সভাপতি ও প্রাক্তন উপাধ্যক্ষ মো:ইসমাইল তপাদার কাঞ্চন, সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, অ্যাডভোকেট সাইফুদ্দিন বাবু ,বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মো: মজিবুর রহমান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা,সিভিল সার্জনের প্রতিনিধি,অভিভাবক সদস্য মো:তাজুল ইসলাম মজুমদার ,সিনিয়র সহকারী শিক্ষক বিচিত্রা সাহা প্রমুখ ।

সভার শুরুতেই চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি অঞ্জনা খান মজলিসকে ফুলেল শুভেচ্ছা জানান বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ।

সভায় চাঁদপুর জেলা প্রশাসক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অঞ্জনা খান মজলিশ বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিকদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক ,তিনি এদের ব্যাপারে সবসবময়ই সহযোগিতা করে আসছে । আমরা তাদের পাশে থাকবো । অটিস্টিকদের ব্যাপারে চাঁদপুর জেলা প্রশাসনের তরফ থেকে সবধরনের সহযোগিতা থাকবে । তিনি বলেন, অটিস্টিকদের জন্য দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে নিজস্ব জমি এবং অস্থায়ীভাবে একটি স্কুল ঘরের ব্যবস্থা করবো । বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধী ভাতা,ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করবো । চাঁদপুরে এ ধরনের একটি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন । জানা গেছে, চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বর্তমানে মোট ৭৫জন শিক্ষার্থী লেখাপড়া করছে ।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম