বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের মধ্যে বাখরপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিন মন্ডল বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজিউন)।

বুধবার ( ২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিবারেরর সদস্যরা।

বাদ মাগরিব মধ্যে বাখরপুর মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশের চৌকস দলের গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় এ মুক্তিযোদ্ধাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দুই ছেলে, পাঁচ মেয়ে আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা নবীর উদ্দিন মন্ডলের নামাজে জানাযায় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ হেলাল উদ্দিন চৌধুরী, ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক বাচ্চু মিয়া পাটওয়ারী, বাংলাদেশ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম (মনু খা) সহ এলাকার গন্যমানয় ব্যাক্তীবর্গ  অংশ নেন।

ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম