চাঁদপুর: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি, চাঁদপুর সরকারি কলেজ সংসদের সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সংসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুর রহমান এর ২৭তম মৃত্যুবার্ষিকী রবিবার (২ অক্টোবর) সকাল ৭ টা ৩০ মিনিটে পালিত হয়।
এ সময় প্রয়াতের সমাধিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাসদ,বাসদ(মার্কসবাদী, উদীচী শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হয়। স্মরণসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সরদার আবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) চাঁদপুর জেলা আহবায়ক বীরমুক্তিযোদ্ধা কমরেড আলমগীর হোসেন দুলাল, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, বীরমুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, জেলা উদীচীর সভাপতি কৃষ্ণা সাহা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের আহবায়ক কমরেড আজিজুর রহমান।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য ও জেলা উদীচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর।
এ সময় অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড চন্দ্র শেখর মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি রহিমা আক্তার কলি, জেলা ছাত্র ইউনিয়ন এর সদ্য বিদায়ী সভাপতি প্রণব ঘোষ, জেলা যুব ইউনিয়নের সহ সভাপতি রনজিত সরকার, যুব ইউনিয়ন নেতা সৌরভ।
ফম/এমএমএ/