বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে হুইল চেয়ার পেলেন ৩ প্রতিবন্ধী

চাঁদপুর : একটি হুইল চেয়ারের অভাবে থেমে আছে কারও জীবন। আবার কেউবা চার দেয়ালের আলো-আঁধারিতে বন্দী, সহায়ক চলাচলের ব্যবস্থা নেই বলে। এসব শুনে নিজেকে স্থির রাখতে পারলেন না বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার উপহার দিচ্ছেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যান মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচালনা বোর্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

১৯ ফেব্রুয়ারি দুপুরে তিন জনকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। এর মধ্যে একটি মেয়ে জন্মগত প্রতিবন্ধী, একজন পুরুষ নজরুল ইসলাম আওয়ামী লীগ কর্মী, আরেকজন অসহায় রিকশা চালকের প্রতিবন্ধী সন্তান।

বীর মুক্তিযোদ্ধা দুলাল পাটওয়ারী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের জন্য কাজ করে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের জন্য যে কাজ করছেন তা সারা বিশ্বে নজির স্থাপন করেছে। আমাদের সকলেরই উচিৎ যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম