বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

সততা ধরে রাখলে সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : মনিরুজ্জামান মানিক

প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত একাডেমি প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শেষে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পুরস্কার বিতরণ করা হয়।

একাডেমির অধ্যক্ষ শাহ্ মো. জালাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা পরিষদ সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সততা ও শৃঙ্খলা মানলে সফলতা অর্জন করতে পারবে। একাডেমির শিক্ষার পরে কর্মক্ষেত্র হচ্ছে বাস্তব শিক্ষা। সেখানে ভাল কিছু করতে হলে অনেক পরিশ্রম করতে হবে। মানুষকে সম্মান করার মন মানসিকতা থাকতে হবে। সততা ও নিয়মানুবর্তিতা ধরে রাখলে তোমাদের সফলতা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমাদের প্রতি বিশেষ অনুরোধ ফেসবুক ব্যবহার করবে না। এটি তোমাদের জীবনে ধ্বংস ডেকে আনবে।

তিনি আরো বলেন, এই একাডেমির মেয়ে শিক্ষার্থীদেরকে বাড়ি থেকে আসা-যাওয়ার পথে যদি কেউ যৌন হয়রানি করে তাৎক্ষনিক অধ্যক্ষ, আমাকে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানাবে। আমরা তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করবো।

একাডেমির শিক্ষার্থী মো. সিপাত হোসেন ও সালমা আলমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, মৈশাদী মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, একাডেমির নির্বাহী কমিটির সদস্য কামরুল মমিন।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং দোয়া পরিচালনা করেন পাটোয়ারী বাড়ীর প্রবীন ব্যাক্তিত্ব অধ্যাপক আলহাজ¦ হাফেজ মো. বশির উল্লাহ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ পাক কুরআনে বলেছেন পড় তোমার প্রভুর নামে। তাই তোমাদেরকে পড়তে হবে। কারণ ভালো শিক্ষা মানুষকে অনেক ভাল করে। বিপরীতে যারা ভাল শিক্ষা অর্জন করতে পারেনা তারা আরো খারাপ হয়। পিতা-মাতা ও শিক্ষকদের প্রত্যেকটি কথা মানতে হবে।

সভাপতির বক্তব্যে অ্যধক্ষ শাহ্ মো. জালাল উদ্দিন চৌধুরী বলেন, বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমি এখন শিক্ষায়, খেলা-ধুলায় এবং সাংস্কৃতিতে জেলা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। আর এই গৌরবের অংশীদার হচ্ছে একাডেমির শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের সুস্থ থাকার জন্য সঠিক সময়ে খেতে ও নিয়ম মেনে পড়তে হবে। নিজেকে যোগ্য হিসেবে তৈরী করতে পারলে পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করতে পারবে। একই সাথে তোমাদের প্রত্যেককে ভদ্র ও বিনয়ী হওয়ার বিকল্প নেই। দেশের প্রত্যেকটি সফল মানুষের গল্প প্রায় একই। যারা এখন সফলতার চূড়ায় তাদের মধ্যে ৯০ ভাগ ব্যাক্তিই গ্রামের গরীব পিতা-মাতার সন্তান। তাই তোমাদের প্রত্যেকটি কাজে পিতা-মাতার সার্বিক অবস্থা বিবেচনা করে চলতে হবে।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক শিপন মজুমদার ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মাওলানা আব্দুর রউফ।

উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী ও একাডেমির নির্বাহী কমিটির সদস্য মো. মহসিন পাটোয়ারী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদ কাদের পলাশ, মৈশাদি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, মৈশাদি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দু চক্রবর্তী, উত্তর পশ্চিম মৈশাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহার বানু, একাডেমির নির্বাহী কমিটির সদস্য কামরুল মমিন এর সহধর্মীনি নিশাত জাহানসহ একাডেমির শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন একাডেমির শিক্ষার্থী ইব্রাহীম হোসেন রাজা ও গীতা পাঠ করেন লক্ষ্মী রানী দাস। জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম