বিষ প্রয়োগে অসহায় কৃষকের মাছ নিধন

চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাজারহাট এলাকায় পূর্বশত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে কয়েক লাখ টাকার মাছ নিধণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিনগত রাতের কোন একসময়ে ঢালী বাড়ির কৃষক হজু ঢালীর ৬৯ শতাংশ পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে ঘটনা জানার পর স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী পুলিশকে ঘটনাটি জানালে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তহিদুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ক্ষতিগ্রস্থ কৃষক হজু ঢালী বলেন, আমি দীর্ঘ ৩০ বছর যাবৎ মাছ চাষ করে আসছি। কিন্তু রাতে আমার পুকুরে দূর্বিত্তরা বিষ দিয়ে মাছ মেরে ফেলে। শুক্রবার ভোরে ওঠে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠে। আমার সাথে শত্রুতা থাকতে পারে কিন্তু তার জন্য এভাবে আমরা মাছগুলো মেরে ফেলবে। এতে আমার প্রায় তিন লাখ টাকার মতে ক্ষতি হয়েছে।

মহিলা ইউপি সদস্য সুলতানা বেগম বলেন, আমাদের চেয়ারম্যান ঘটনাটি জানার পর আমাকে সরজমিনে আসতে বলেন। আমি কাল ৯টার এসে দেখি শত শত মরা মাছ পুকুরের ভেসে উঠেছে। চেয়ারম্যানকে অবহিত করলে তিনি পুলিশ পাঠান।

স্থানীয় বাসিন্দা পলাশ পাটওয়ারী বলেন, হজু ঢালী অনেক বছর যাবৎ কৃষি কাজের সাথে মাছ চাষও করছেন। বিষ প্রয়োগ করে এমন শত্রুতা করা উচিৎ হয়নি। আমরা এর বিচার দাবী করছি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম