চাঁদপুর: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (অর্থ) ও বেক্সিমকো কোম্পানির (বিপণন মহাব্যবস্থাপক) মো. ইসমাইল হায়দার মল্লিকের মায়ের প্রথম চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) বাদ জুমা বিষ্ণুপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসাসী ও সমাজ সেবক মোঃ কবির চৌধুরী বাড়ি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব আহমেদ হোসেন, সাউথ এশিয়া রেড কেটস কোম্পানির সিনিয়র রিজিওনাল ম্যানেজার এনাম চৌধুরী, ব্যবসায়ী লায়ন আরমান চৌধুরীর রবিন, বিসিবি ও বেক্সিমকো কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, চাঁদপুরের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
চেহলাম অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদেক। এসময় তিনি মরহুম নুরুন্নাহার মল্লিকসহ চৌধুরী বাড়ির প্রয়াত ব্যাক্তি ও আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করা হয়। চেহলাম অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মমতাময়ী মা নুরুন্নাহার মল্লিক এক বছর পূর্ব মৃত্যু বরণ করেন।
বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের মা নুরুন্নাহার মল্লিকের চেহলাম ও দোয়া অনুষ্ঠানে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করেন এনাম চৌধুরী।
ফম/এমএমএ/