
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিষ্ণুদী মানব কল্যাণ সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সেলিম আকবর।
তিনি বক্তব্যে বলেন, মানব কল্যাণে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজরাই পাড়ে একটি এলাকা সহ দেশকে পরিবর্তন করতে। দেশে যেখানে রাজনৈতিক হানাহানি, মাদকের ছড়াছড়ি, কিশোর গ্যাংর এর উৎপাত এই অবস্থায় এই সংগঠনের যুবকরা এলাকার কল্যাণে নিরলস ও নিঃশর্ত ভাবে কাজ করে যাচ্ছে। এ সংগঠনটির কারণে এলাকার মাদক ব্যবসায়ীরা ও কিশোর গ্যাংরা শঙ্কিত। বিষ্ণুদী মানবকল্যাণ সংগঠনের কারণে এলাকার পরিবেশ অনেক ভালো ।
সংগঠনের উপদেষ্টা খালেক মিয়াজির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক জয়েন্ট সেক্রেটারি (যুগ্ম সাধারণ সম্পাদক) অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী।
সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সজীব মৃধা, মোশারফ হোসেন বিপ্লব মিয়াজী, আব্দুল আজিজ ঢালি, সুমন প্রমুখ । সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া ও আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউসুফ খান ।
সংগঠনের কেক কাটা আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্লাবের অন্যান্য উপদেষ্টা সদস্য সহ স্থানীয় এলাকাবাসী । সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে স্বাধীন বাংলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ।
ফম/এমএমএ/