চাঁদপুর: আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ, সবক ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও মাদ্রাসার সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহ-সভাপতি অধ্যক্ষ শাহ মো. মকবুল আহমদ, ফরাজিকান্দি ওয়েসিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস আলহাজ হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম, বিষ্ণুদী মাদ্রাসার আরবি প্রভাষক আবু জাফর মো. মোজাম্মেল হক।
আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের সবক পাঠ করান হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য মোঃ মফিজুল হক মজুমদার, সদস্য মোহাম্মদ কবির হোসেন। সবশেষে আলিম ১ম বর্ষ ও ফাজিল ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করেন অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/