বিশ্ব শিক্ষক দিবসে শাহরাস্তিতে ৬ গুণী শিক্ষককে সংবর্ধনা 

চাঁদপুর: শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শাহরাস্তিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় এ উপলক্ষে র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আঃ রহিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড আর শিক্ষক হলেন শিক্ষার মেরুদন্ড। শিক্ষার মধ্যে যে সকল বৈষম্য রয়েছে তা দূর করতে হবে। স্বাধীনতার এতো বছর পরও আমরা শিক্ষকদের যথাযথ সম্মান দিতে পারিনি। শিক্ষাক্ষেত্রে সকল বৈষম্য দূর করার উদ্যোগ নেয়া হবে। এজন্য আমরা শিক্ষা উপদেষ্টাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি করছি।
অনুষ্ঠানে ৬ জন গুণী শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।  তাঁরা হলেন, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, ভোলদিঘী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন, দৈয়ারা দাখিল মাদ্রাসার সুপার আবু নোমান মোঃ আবদুর রহমান, মালরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফারুক আহমেদ মজুমদার, নিজ মেহের মোল্লা বাড়ির সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম