বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

ফরিদপুর: রবিবার (২২ মে) বিকাল ৩টায় বিশ্ব পরিবেশ দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরেরউদ্যোগে শিশু একাডেমী, ফরিদপুরেশিশু কিশোরদের নিয়েচিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর,ফরিদপুর জেলা কার্যালয়েরউপপরিচালক এ, এইচ, এম, রাসেদ, ফরিদপুর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: হুমায়ুন কবীর, পরিবেশ অধিদপ্তর, ফরিদপুরের সহকারী পরিচালক মিতা রানী দাস ও সহকারী পরিচালক মাহফুজুর রহমান এবং পরিদর্শক মোঃ জাহিদ হাসান।

শিশু কিশোরদের মধ্যে মোট চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শূণ্য শ্রেণী হতে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত “ক” গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সাফওয়ান হাসান সিনান, দ্বিতীয় স্থান নাওশিন নাওয়ার ও তৃতীয় স্থান সাফিকা জান্নাত সাবাবা।
তৃতীয় শ্রেণীহতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত “খ” গ্রুপে প্রথম স্থান অধিকার করেন দেবমাল্য চক্রবর্ত্তী (রোহান), দ্বিতীয় স্থান নুসরাত নাহিয়ান ও তৃতীয় স্থান ফাতেমা ইসলাম।সপ্তম শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত “গ” গ্রুপে প্রথম স্থান অধিকার করেন শাশ^তী দাশ, দ্বিতীয় স্থান তনায়া ফাতেমা তন্না ও তৃতীয় স্থান মাইশা মালিহা।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অনুর্দ্ধ ১৬ বছর পর্যন্ত “ঘ” গ্রুপে প্রথম স্থান অধিকার করেন জেরিন ইকবাল বর্ষা, দ্বিতীয় স্থান আয়শা আক্তার বিন্তি ও তৃতীয় স্থান সুমাইয়া সুলতানা।

আজ অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ০৫ জুন, ২০২২খ্রিঃ তারিখেবিশ^ পরিবেশ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যেঅনুষ্ঠিতব্য অনুষ্ঠানে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম