বিশ্ব কিডনি দিবসে চাঁদপুরে বর্ণাঢ্য র‍্যালী

চাঁদপুর: “কিডনি রোগ জীবননাশা-প্রতিরোধই বাঁচার আশা”। এ প্রতিপাদ্য বিষয়কে ধারন করে সারা দেশের ন্যায় চাঁদপুরেও যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে বিশ্ব কিডনি দিবস- ২০২৫ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ ) সকালে কিডনি বিষয়ক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা, ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার-চাঁদপুর এর আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে  সংস্থাটি দিনব্যাপী নানাবিধ কর্মসূচী পালন করে।
এর মধ্যে সকাল ১০ টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের ক্যাম্পস কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের কয়েকটি গুরত্বপূর্ন সড়ক পদক্ষীন করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। এছাড়াও এদিন বিভিন্ন পথচারীদের মাঝে টি-শার্ট বিতরণ, সচেতনতা মূলক আলোচনা করেন প্রতিষ্ঠানটি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টারের সম্মানিত পরিচালক মো. আব্দুল্লাহ আল মুবিন, মেডিকেল অফিসার ডাক্তার মো. জাহিদুল ইসলাম, নার্স জুলেখা খাতুন সহ প্রতিষ্ঠানের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সফলভাবে  সম্পন্ন করেন ক্যাম্পসের পরিচালক মো. আব্দুল্লাহ আল মুবিন।
তিনি বলেন, “সর্বনাশা কিডনী রোগ থেকে বাঁচতে আমাদের সকলের সচেতনতা জরুরী।” এছাড়াও কিডনী সুস্থ রাখতে তিনি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুমের উপর গুরুত্ব আরোপ করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম