(১) পাগল
আমি পাগল বলি কথা
হঠাৎ করে মাথা ব্যথা
লোক দেখলে তেড়ে যাই
উচ্চ স্বরে গান শুনাই
কাজী নজরুল রবীন্দ্রনাথ
তাদের আবার কিসের অভাব
দূখু মিয়া বলে সবাই
চুল কাটার পয়সা যে নাই
রবিন্দ্রনাথ বিশ্বকবি
তাহার কথা নাই বা বলি
কন্ঠে আমার, নাই সুর
কুকিল কন্ঠ সু-মধুর
বেসুরা কন্ঠে গেয়ে যাই
পাগলা আমি মতি ভাই
ছেঁড়া পোশাক দেখে-সবাই
আমি হোলাম চাঁন রাজার ভাই
আমার চোখ দেখে সবায়
৭১ এর চেতনা পায়
আমি পাগল বলি কথা
মায়ের বুকে অনেক ব্যথা….
(২) আমার কথা!
বলছি আমি বন্ধুর কথা
লিখছি আমি নিজের কথা
বাক্য ছাড়া হয় না কথা
বলছি আমি কাব্য কথা
আমার লেখা ছড়া কথা
মনের কোনে অনেক কথা
বলছি আমি ব্যথার কথা
বির বিরিয়ে একা কথা
দুই চোখ জুড়ে মায়ার কথা
ঘোলা চোখে হয় না কথা
অস্রু ঝড়ে গোপন কথা
আমার লেখা অনেক কথা
অনেক লেখা হয় না কথা
লিখতে হয় বোবা কথা
আমার ভাষায় আমার কথা
একা থাকা নিজের কথা।
বন্ধু আমার মিছে কথা
পড়ে না আমার লেখা কথা
ভালবাসা নিজের কথা
লাইক দিও আমার কথা…..
তারিখ: ২৭ নভেম্বর ২০২১খ্রি.