বিশিষ্ট ব্যবসায়ী ফয়েজ আহমেদ ভূঁইয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া

চাঁদপুর: চাঁদপুর পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফয়েজ আহমেদ ভূঁইয়া মন্টুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাদ আসর পুরান বাজার নিতাইগঞ্জ রোডস্থ মুসলিম যুবক সমিতি মসজিদে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা শহীদুল ইসলাম।

উল্লেখ্য ফয়েজ আহমেদ ভূঁইয়া মন্টু ঐতিহাসিক পুরান বাজার জামে মসজিদ মার্কেটে ভূঁইয়া মেশিনারিজ স্টোরের স্বত্বাধিকারী ছিলেন।
ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে সম্পৃক্ত ছিলেন।

গত ২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন শনিবার তার গ্রামের বাড়ি সদর উপজেলার বাগাদী ইউনিয়নে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের ছোট ভাই জাকারিয়া ভূঁইয়া বতু জানান, মৃত্যুকালে আমার ভাইয়ের বয়স ছিল ৭১ বছর। তিনি স্ত্রী,১ ছেলে ও ১ মেয়ে সহ অনেক শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম