বিশিষ্ট ব্যবসায়ী আবদুল লতিফ মিয়ার ইন্তেকাল, দাফন সম্পন্ন

চাঁদপুর : চাঁদপুর.টিভির উপদেষ্টা, সাবেক ছাত্রলীগ নেতা, পুরানবাজার নূরানী নেট ফিসিং ইন্ডাস্টির ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী আবদুল লতিফ মিয়া হৃদরোগ ও ব্রেনস্ট্রোক করে চিকিৎসাীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে—–রাজেউন)।

তিনি গত ৭আগস্ট ঢাকাস্থ মগবাজার এলাকার তার ছোট ভাই সেলিম মিয়ার বাসায় চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান সাড়ে ১১টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

পর দিন তাকে পৈত্রিক নিবাস শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার ভূমঘাড়া ইউনিয়নের হাজী আব্দুল আনিছ উদ্দিন বেপারীর নির্মিত মূলফৎগজ্ঞ মাদ্রাসা প্রাঙ্গনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে আত্বীয় স্বজন ছাড়াও অসংখ্য ধর্মপ্রান মুসলমান অংশগ্রহন করেন। পরে পিতা,মাতার কাছে পারিবারিক কবরস্থানে চির সমাহিত (দাফন সম্পন্ন) করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৬৫) বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে, ১মেয়ে,নাতি,নাতনি,৪ভাই,৬বোন,আত্বীয় স্বজনসহ বহু গুনগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘ কয়েক মাস যাবত হার্ড.কিডনী, লিভার, ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকাতেই চিকিৎসাধীন ছিলেন।

তিনি ছিলেন পুরানবাজারের এক সময়কার বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর সমাজ সেবক নামজাদা প্রতিষ্ঠান বলাকা আবাসিক হোটেল, রেস্টুরেন্ট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হাজী মরহুম আনিছ উদ্দিন বেপারী ছেলে ও পুরানবাজারের আশি, নব্বই দশকে আওয়ামীলীগের কান্ডারি, সংগঠক সুনামধন্য ব্যবসায়ী, প্রভাবশালী বিশিষ্ট ব্যবসায়ী অসহায়, গরীব মানুষের আশ্রয়দানকারী হাজী মরহুম আব্দুল করিম হাওলাদারের ৩য় মেয়ের জামাতা।

তিনি জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি বর্তমানে আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান হাওলাদার, ১নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের নেতা মোহাম্মদ আলী কুট্টি ও আমেরিকা প্রবাসী আব্দুল গনি মিয়া হাওলাদারের ভগ্নীপতি ছিলেন।

উল্লেখ্য,চাঁদপুর সরকারী কলেজের আশির দশকের তুখোর জনন্দিত ছাত্রলীগ নেতা ছিলেন আব্দুর লতিফ মিয়া। তিনিই বিএনপি সরকারের ক্ষমতার সময় পুরানবাজারের ছাত্রদের একমাত্র অভিভাবক হিসেবে ছাত্রদের সকল প্রকার সহযোগিতা, আশ্রয়দাতা হিসেবে তাদের জন্য কাজ করতেন। এ ছাড়া পুরানবাজার ও নতুন বাজারের ছাত্রদেরকে তিনি সু-সংগঠিত করে রাখতেন।
পরবর্তীতে তিনি বিএনপি নেতা মুক্তিযোদ্বা আব্দুল হামিদ মাস্টারের সাথে চলাচল করতে গিয়ে আওয়ামীলীগের রাজনীতিকে বাদদিয়ে বিএনপির রাজনীতির সাথে জড়িত হয়েছিলেন। আব্দুল লতিফ মিয়ার কবরে শান্তি, রুহের মাগফেরাত কামনা করেন, তিনি যেন জান্নাতবাসী হতে পারেন এ জন্য সকল আত্বীয় স্বজন ও শুভাকাংখীদের কাছে তার পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবাবের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন চাঁদপুর.টিভি পরিবারে পক্ষ থেকে সম্পাদক সাংবাদিক মো. শওকত আলী, মো. মাসুদ আলমসহ সকল কর্মকর্তারা।

এ ছাড়া তারা মহান আল্লাহপাকের দরবারে ফরিয়াদ করেন, খোদা যেন তাকে জান্নাতবাসী করেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম