বিমানবন্দর থেকে চাঁদপুর জেলা যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার

চাঁদপুর : চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (৪ মার্চ) সকালে তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানাগেছে, গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা রয়েছে। গতবছর ৫ আগস্টের পর তারা বিভিন্ন স্থানে গোপনে অবস্থান করে ছিলেন। তারা উভয়ে এর আগে পুরান বাজার একটি হত্যা মামলার আসামী ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, বিমানবন্দর থানা থেকে দুইজন গ্রেপ্তারের বিষয়ে আমাদেরকে জানিয়েছে। চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ পাঠানো হয়েছে। তাদেরকে আনা হলে বিস্তারিত বলা যাবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম