উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বুধবার বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন মণ্ডপে সকাল থেকেই ছিল পূণ্যার্থীর ভিড়।
হাটহাজারী (চট্টগ্রাম) : জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি কল্যান পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উদযাপন পরিষদের প্রধান পৃষ্টপোষক ড. শিপক নাথ। বিশেষ বক্তা ছিলেন উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক বাবলু দাশ। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি ডা. অসীম দাশ গুপ্ত।
দিনাজপুর : কুমারী পূজায় মায়ের আসনে বসানো হয়েছিল দিনাজপুর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ভাস্বতী ভট্টাচার্য্যকে। সে বালুবাড়ী মহল্লার নীলাঞ্জন কৃষ্ণ ভট্টাচার্য্য ও পারুল রানী ভট্টাচার্য্য দম্পত্তির মেয়ে। পুরোহিত উত্তমানন্দজীউ মহারাজ বলেন, মূলত নারীকে যথাযথ মর্যাদায় অধিষ্ঠিত করতে কুমারী পূজা করা হয়।
গাইবান্ধা : রামকৃষ্ণ আশ্রম মিশন চত্বরে হিন্দু ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে। শহরের কলেজপাড়ার প্রদীপ চক্রবর্তী ও স্মৃতি চক্রবর্তীর মেয়ে প্রেরণা চক্রবর্তীকে কুমারী দেবী করা হয়।
জয়পুরহাট : মাদারগঞ্জ দুর্গা মন্দিরের পূজামণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এতে কুমারী দেবীর সাজ নেয় জামান মডেল বিদ্যানিকেতনের ২য় শ্রেণির ছাত্রী আনক্ষি দেবী। এ সময় মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীর ভিড় দেখা গেছে।
কাউখালী (পিরোজপুর) : মণ্ডপে জেলা প্রসাশক আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও ইউএনও (ভারপ্রাপ্ত) জান্নাত আরা তিথী পরিদর্শন করেন।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় ৫টি ইউনিয়নের ১৫৯টি পূজা মণ্ডপের প্রতিটিতে সরকারি অনুদানের ১৯ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে। মন্দিরে মন্দিরে ছিল ভক্তের ভিড়।
মোহনগঞ্জ (নেত্রকোনা) : মহাষ্টমীতে আট বছর বয়সী পৌষী রায়ের ওজনের সমান মিষ্টি ও ফলফলাদি দিয়ে দেবীদুর্গার চরণে মানষি দিলেন প্রদীপ রায় ও সোমা রায় দম্পতি। পৌর শহরের দক্ষিণ দৌলতপুরে তাদের নিজ বাসায় পাল্লা দিয়ে মানষির ওজন ঠিক করা হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুরে কালিখলা, দুর্গাবাড়ি, সরকারপাড়া, মাস্টারবাড়ি, মধ্যবাজার ও স্টেশন রোড পূজামণ্ডপে অষ্টমীপূজা অনুষ্ঠিত হয়। দুর্গাবাড়ি পূজামণ্ডপে পুরোহিত হারাধন চক্রবর্তী অঞ্জুলি পাঠ করেন।
উজিরপুর (বরিশাল) : শোভাযাত্রায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান আ. মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান ও উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার বাইন রন্টু, সাধারণ সম্পাদক সহদেব কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক তাপস রায়, উজিরপুর কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি বরুন কুমার মিত্র।-খবর যুগান্তর অনলাইন।
ফম/এমএমএ/