
চাঁদপুর: ফেনীতে অনুষ্ঠিত বিভাগীয় শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের ফুটবলের ফাইনালে উঠেছে চাঁদপুর জেলা ফুটবল দল। আজ তারা ফাইনালে মুখোমুখি হবে বান্দরবান অথবা ফেনীর সাথে।
বুধবার ( ১৮ জানুয়ারি) দুপুরে ফেনী শহীদ সালাম স্টেডিয়ামে বালক দলের খেলায় অংশ নেয় চট্টগ্রাম ও চাঁদপুর। খেলার প্রথমার্ধে গোল শূন্য ভাবেই শেষ হয়।
সেমিফাইনাল খেলার দ্বিতীয়ার্ধে দু’দলই গোল দেয়ার জন্য মরিয়া হয়ে উঠেন। খেলার শেষার্ধে চাঁদপুরের সিমরানের গোলে দলটি ফাইনালে উঠে।
চাঁদপুরের টিম ম্যানেজার ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল ইসলাম এ প্রতিবদককে জানান, আজ ফেনীতে সকালে বালকের ফুটবলের ফাইনালে লড়বে বান্দরবান ও ফেনী। যে দল জিতবে সেই দলের সাথেই দুপুরে চাঁদপুর ফাইনালে খেলবে।
ফম/এমএমএ/