হাইমচর (চাঁদপুর): আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলার ৫ নং হাইমচর ইউনিয়নের ১ নং মেম্বার প্রার্থী ও বিশিষ্ট সমাজ সেবক বিল্লাল হোসেন মাঝির নির্বাচনীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়নের ১ নং ওয়ার্ড শফিক মালের বাড়িতে আয়োজিত মতবিনিময় সভায় মোঃ সামছুল হক সরদারের সভাপতিত্বে ও আঃ খালেক ঢালীর পরিচালনায় বক্তব্য রাখেন, সোহেল সরদার, দাদন সরদার, ছতর গাইন সাদ্দাম মান,দাদন সিকদার, রিপন দেওয়ানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বক্তারা মেম্বার পদপ্রার্থী ও হাইমচর উপজেলার যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন মাঝির জন্য ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মতবিনিময় সভা শেষে ১নং ওয়ার্ড বিভিন্ন চায়ের দোকানে, ব্যবসায়ীদের কাছে গিয়ে দোয়া ও সালাম জানিয়ে মোঃ বিল্লাল মাঝি ভোটোরের উদ্দেশ্য বলেন, আমি এবার নির্বাচিত হলে আমার ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করা হবে।
তিনি আরো বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। আমার এলাকার জনসাধারণ তাদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ১ নং ওয়ার্ড বাসীর সেবা করার পাশাপাশি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং অসামপ্ত কাজ শেষ করার সুযোগ করে দিবেন।
ফম/এমএমএ/