
কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
হিটলার মরেনি
হিটলারি চালে বেঁচে আছে
লাইলী-মজনু মরেনি
প্রেমে অমর হয়ে আছে
মরে গেছে উপলব্ধি
কংক্রিট মন
দাগ পড়ে না আবেগের
যুদ্ধের নৃত্য চলে
পথভ্রষ্ট রক্তের উম্মাদনা
চোখ থেকে খসে পড়ে অগ্নিগোলা
বিবস্ত্র মানবতার রক্তগঙ্গা…
আমি বলছি মাটিচাপা
গর্জনের কথা
হয়তো ভূমিকম্প হয়ে বের হয়ে আসবে
পৃথিবীর শ্রেষ্ঠ সূর্য সন্তান
অমাবস্যার বক্ষ ভেদ করবে
যুদ্ধ নিষিদ্ধ প্রস্তাব পাশ করার
আকুতি জানাচ্ছে
ক্ষুধার্ত পীড়িত জনতা
ক্ষুধার জাহান্নাম পেটে নিয়ে ধরণি
পোড়া অক্সিজেন গ্ৰহণ করছে
বিবেকের শ্মশানে
চিন্তা-চেতনায় অগ্নিলাভার উদগীরণ…
জ্বলে ভস্ম হবে সহাবস্থান
ভস্ম হবে সহনশীলতা ধৈর্য্য ঐক্য
বিশ্বাসগুলো নেতিয়ে যাবে
শিয়াল শকুনের দল ভারি হবে
যুদ্ধ থেকে কিছু ডিম মিলবে
যুদ্ধ থেমে যাবে
সভ্যতা ডিমগুলোকে তা দিতে থাকবে
ডিমগুলো ফুটে বের হবে
মহামারি রোগ শোক অর্থনৈতিক মন্দা
অভিশাপ গ্লানি।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০