
চাঁদপুর: বহুল প্রচারিত অন লাইন নিউজ পোটাল ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের ৬ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও সংবধনা প্রদান করা হয়েছে।
২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলার এলিট চাইনিজ রেস্টুডেন্টে তা অনুষ্ঠিত হয়েছে।
ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক মোঃ বিল্পব সরকারের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল ।
আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমে কর্মরত সাংবাদিক ও সুধীজনকে সংবর্ধনা প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় ক্রাইম এ্যাকশন ২৪ ডট কমের চীপ রিপোটার, দৈনিক চাঁদপুর বার্তা সহ বার্তা সম্পাদক মানিক দাস বিনোদন নিউজে সেরা হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।
চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম সোহেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটোয়ারী এসডু ,ভোক্তা অধিকার চাঁদপুরের সহকারি পরিচালক নুর হোসেন রুবেল,সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন,চেম্বার অব কমার্স চাঁদপুরের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিমের কাছ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহন করেন।
ফম/এমএমএ/