বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন নেছার আহমেদ তালুকদার

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন আগামী ১১ নভেম্বর। ২৬ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন। ২৫ অক্টোবর ছিলো বাতিল মনোনয়নপত্র আপিল শুনানি। এতে ৯নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী আহছান তালুকদার ঋণ খেলাপির জন্য আপিল করার পরও ঋণ পরিশোধ না করায় মনোনয়নপত্র বাতিল হয়। জেলা নির্বাচন ও আপিল কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। যার ফলে ওই ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য পদে দুইজন প্রার্থীর মধ্যে এখন মাত্র একজন বাকী। তিনি হলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ৩ বারের ইউপি সদস্য নেছার আহমেদ তালুকদার। যার ফলে নির্বাচনের বিধিমালা অনুসারে নির্দিষ্ট সময়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য হিসেবে ঘোষণা করা হবে নেছার আহমেদ তালুকদারকে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, গত ২১ অক্টোবর পদ্মা ব্যাংক লিমিটেড-এ ৬০ লাখ টাকা ঋণ খেলাপির জন্য মনোনয়নপত্র বাতিল হয় ৫নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপি সভাপতি আহছান তালুকদারের। এরপর তিনি প্রার্থীতা বহাল রাখার জন্য আপিল করেন। সেই আপিলের শুনানি হয় সোমবার (২৫ অক্টোবর)। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ ও কাগজপত্র জমা দিতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে  আজ আপিল কর্মকর্তা ২১ অক্টোবর বাতিল হওয়া ৩জন চেয়ারম্যান, ৪জন সাধারণ ইউপি সদস্য ও ১জন সংরক্ষিত ইউপি সদস্য এর আপিল শুনানি করেন। এতে একজন চেয়ারম্যান ও একজন ইউপি সদস্যের মনোনয়নপত্র বাতিল হয় এবং বাকী ৬জনের বহাল থাকে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম