চাঁদপুর: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য একাডেমী চাঁদপুর এর মহাপরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন কবি ও লেখক কাদের পলাশ।
আগামী ৩১ মে শনিবার এই নির্বাচনের ভোটগ্রহণ হলেও মহাপরিচালক পদে কাদের পলাশ ছাড়া আর কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় তিনিই মহাপরিচালক পদে বিজয়ী হতে যাচ্ছেন এই নির্বাচনে। এছাড়াও আরো দুইজন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন পর্যন্ত ওই দুই পদেও কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
জানা গেছে, আগামী ৩১ মে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য একাডেমী চাঁদপুর এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ মে বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত সময় ছিল। গতকাল (বিকেল ৫টা) নির্ধারিত সময়ে পৃথক পৃথক পদে মোট ২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৫টি পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিতে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। এর মধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে মহাপরিচালক এবং ২ পরিচালক।
সাহিত্য একাডেমি চাঁদপুর থেকে প্রাপ্ত তথ্য মতে, একাডেমীর সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন প্রার্থী। তারা হলেন: আব্দুল্লা হিল কাফী, মোহাম্মদ শাজাহান সিদ্দিকী ও মোঃ তোফাজ্জল ইসলাম। মহাপরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একজন প্রার্থী। তিনি হলেন কবি লেখক ও সম্পাদক কাদের পলাশ। তবে এই পদে আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।
পরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন প্রার্থী। পরিচালক পদে ৫জন মনোনয়ন সংগ্রহ করলেও দুটি পদে ২জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এরা হলেন, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান এবং পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক। বাকি একটি পরিচালক পদে (গ্রন্থাগার, সেমিনার ও শিশু সাহিত্য) ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হচ্ছেন, ম. নূরে আলম পাটওয়ারী, আশিক বিন রহিম ও এইচ এম জাকির।
এছাড়াও নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৯ জন প্রার্থী। তারা হলেন, গিয়াসউদ্দিন মিলন, সোহেল রুশদি আব্দুল গনি, নুরুন্নাহার মুন্নি, মোহাম্মদ হানিফ, কাজী রাসেল, কবির হোসেন মিজি, শেখ মহিউদ্দিন রাসেল, রাজিব কুমার দাস, সুমন কুমার দত্ত, পলাশ কুমার দে, মির্জা জাকির, মোঃ জিহাদ সরকার, জাহিদ নয়ন, মনিরুজ্জামান বাবলু, ও উজ্জ্বল হোসাইন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী সাহিত্য একাডেমী কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে ২০২৫ইং তারিখে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই নির্বাচনের ভোটগ্রহণ চলবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ আজ ২৫ মে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর সাহিত্য একাডেমীতে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ঐ দিন জেলা প্রশাসক কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত।
নির্বাচনে অংশগ্রহণের জন্য যেসব শর্তাবলী মানতে হবে তা হচ্ছে, সহ-সভাপতি ও মহাপরিচালক পদে মনোনয়নপত্র সংগ্রহে জমা দিতে হবে ১ হাজার টাকা এবং পরিচালক ও নির্বাহী সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহে দিতে হবে ৫শ টাকা জমা। নির্বাচন উপলক্ষ্যে কোন সদস্য নির্বাচনী প্রচারণায় কোন ধরনের মিছিল, জনসভা, শোভাযাত্রা, লাউড স্পিকার, পোস্টার এবং মোটরসাইকেল শোভাযাত্রা করতে পারবে না।
নির্বাচনী প্রচারণায় ৫ দশমিক ৫ ইঞ্চি বাই ৮ দশমিক ৫ ইঞ্চি সাদা কালো লিফলেট ব্যতীত অন্য কোন খাতে অর্থ ব্যয় বা নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে না।
ফম/এমএমএ/