বিদ্যুৎ স্পৃষ্টে হাইমচরের যুবকের মৃত্যু

চাঁদপুর: ঢাকার গুলশান এলাকায় এসি মেরামতের কাজ করতে গিয়ে চাঁদপুরে হাইমচর উপজেলার রাজিব খাঁন (১৭) নামে যুবক বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওই ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী।

তিনি বলেন, ১৩ তারিখ সন্ধ্যায় আমার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমলাপুর গ্রামের বাসিন্দা মনজুর হোসেন (মজু খাঁন) এর ছেলে রাজিব খাঁন ঢাকার গুলশানে এসির কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে হয়ে মৃত্যু বরন করেন।

এদিকে, যুবক রাজিব এর মৃত্যুর খবর শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফম/এমএমএ/

সংবাদদাতা | ফোকাস মোহনা.কম