বিজয় মেলায় বাউল শিল্পী গোষ্ঠীর গান পরিবেশন

চাঁদপুর:  মুক্তিযুদ্ধের বিজয় মেলার  সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায়  সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে চাঁদপুর বাউল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। রাত ৮ টায় নাটক পরিবেশন করে মেঘনা থিয়েটার।
সাংস্কৃতিক পরিষদের ব্যবস্হাপনায় চাঁদপুর বাউল শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।
বাউল গান ও যন্ত্র সংযোগে ছিলেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারন সম্পাদক মিঠুন বিশ্বাস, সহ সভাপতি জাহাঙ্গির আলম, যুগ্ম সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক নিলয় দাস, প্রচার সম্পাদক মোকলেছ, অর্থ সম্পাদক শুভ্রত, কুষ্টিয়া লালন শিল্পী ফারুক মণ্ডল, মেরিনা আক্তার। বাউল শিল্পীরা বিজয় মেলার দর্শকদের কে বাউল গানের মাধ্যমে মুগ্ধ করে।
রাত ৮টায় নাট্য পরিষদের  ব্যবস্হাপনায় মেঘনা থিয়েটারের  পরিবেশনায় যাত্রা পালার সেই নাটক আলোমতি প্রেম কুমার  মঞ্চস্হ হয়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে তবিবুর রহমান রিংকু, হারুনুর রশিদ ডাক্তার, মরিয়ম আক্তার, সাদিয়া, মেহেদী, মনা,মোস্তফা,সাহাবুদ্দিন, রাব্বি, রানা,ঝর্ণা, টুনটুনি,জিহাদ, তানজিম।
নাটকের নির্দেশনায় ছিলেন হারুনুর রশিদ ডাক্তার।সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি তবিবুর রহমান রিংকু।
ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম