বিজয় মেলায় প্রাথমিক শিক্ষক শিল্পী পরিবার, সারদা দেবী ও অগ্নিবীণার  প‌রি‌বেশনা

চাঁদপুর : এসো মিলি মুক্তির মোহনায় শ্লোগানকে নিয়ে ১৯৯২ সাল থোে চাঁদপুরে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। এ বছর  গৌরবের ৩০ বছর। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও মুজিব জম্মশত বাষির্কী কে উৎসর্গ করে চাঁদপুর আউটার স্টেডিয়ামে  মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা চলছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে  বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক  অনুষ্ঠান পরিবেশন করে প্রাথমিক শিক্ষক শিল্পী পরিবারের শিল্পীরা, সারদা দেবী ও অগ্নিবীণার শিল্পীরা।  প্রাথমিক শিক্ষক শিল্পী পরিবারের অনুষ্ঠানের সূচনা করেন চাঁদপুর জেলা প্রথমিক শিক্ষা অফিসার সাহব উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম। সঞ্চালনা করেন সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তপন সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন সূরজিত কর। সংগীত পরিবেশন করেন শিশু শিক্ষার্থী শুভদ্রা চক্রবর্তী, অবন্তী চক্রবর্তী,রামপুর সপ্রাবি শিক্ষিকা শর্মীষ্ঠা সাহা, হাসান আলী মডেল সপ্রাবি শিক্ষিকা ডানা দেবনাথ, লাকসিব সপ্রাবির শিক্ষক মাহবুব হাসান খান, নাজমুল ইসলাম সুমন। নৃত্য পরিবেশন করে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা আভা,নিজ মেহের মডেল সপ্রাবি শিক্ষার্থী বর্ষা পাল।দলীয় আবৃত্তি করে আক্কাস আলী সপ্রাবির শিক্ষিকা ইয়াসমিন সুলতানা সীমা, হানারচর সপ্রাবির শিক্ষিকা ফারহানা ইয়াসমিন ও পূর্ব সাখুয়া সপ্রাবির শিক্ষক খোকন মজুমদার।
পরে সন্ধ্যায় বিজয় মেলার সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় নিরঞ্জন হালদার মিলনের সার্বিক তত্ত্বাবধানে  বীরেন সাহার সংগীত পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন  নীলিমা দেবনাথ,সুবর্ণা রায়, তিশা কর্মকার, বৃন্তি পাল, অহনা রায়, কাজি মামুন, অথৈ রায়, মাহমুদা আক্তার, অপ্রীতা  বিশ্বাস, সুবর্না রানী দাস, নবনীতা দাস, অর্পি চক্রবর্তী, কৌশিক আচার্য, শ্রীকান্ত দেবনাথ, আবির সাহা, মার্জুফা আক্তার, প্রত্যাশা আচার্য, শ্যামা হালদার, অনন্যা দেবনাথ, কবিতা সাহা, প্রান্তি আইচ। নিত্য পরিবেশন করে দিয়া সাহা, নীলিমা, তুলি, অধরা, অথৈ, প্রতিভা, অর্পা, পিউ, প্রান্তি,, শ্যামা, হেনা, হাসনা, টুপুর, প্রান্তিকা, মেঘলা, মুন, ঐশী। ইভা রহমানের নৃত্য পরিচালনায় শিল্পীরা নিত্য পরিবেশন করে।
সবশেষে রাতে সাংস্কৃতিক পরিষদের ব্যবস্থাপনায় অধ‌্যক্ষ শিপ্রা দা‌সের সা‌র্বিক তত্তাবধা‌নে   অগ্নিবীণা সাংস্কৃতিক  সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
 প্রত্যেক সংগঠ‌নের প‌রিবেশনা শে‌ষে সংগঠ‌নের কর্মকর্তা‌দের হাতে বিজয় মেলার স্মারক ক্রেস্ট তু‌লে দেওয় হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন বিজয় মেলার চেয়ারম‌্যনে অ‌্যাড‌ভো‌কেট ব‌দিউজ্জামান কিরন, মহাস‌চিব হারুন আল র‌শিদ, সাংস্কৃ‌তিক প‌রিষ‌দের আহবায়ক তপন সরকার, সদস‌্য স‌চিব মৃনাল সরকার, মঞ্চ প‌রিষ‌দের আহবায়ব অ‌্যাডভো‌কেট মন্টু, সদস‌্য স‌চিব মা‌নিক দাস, স্মৃ‌তি সংরক্ষণ প‌রিষ‌দের আহবায়ক ম‌নির হো‌সেন মান্না, সদস‌্য স‌চিব অ‌ভি‌জিত রায়সহ মেলার বি‌ভিন্ন পর্যা‌য়ের কর্মকর্তাগণ।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম