একটি আওয়াজ সবার মুখে
নতুন একটি দেশের জন্যে
জয়বাংলা হৃদয় মাঝে
পদ্মা মেঘনা রক্তে ভাসে,
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
বাংলা মায়ের দামাল ছেলে
ফিরল ঘরে স্বপ্ন নিয়ে
একাত্তরের ডিসেম্বরে,
শ্যামল বাংলার আকাশ জুড়ে
লাল সবুজের স্বপ্ন উড়ে
নদীর স্রোতে নৌকা পালে
বিজয় দেখি লাল সবুজে,
সব ভেদাভেদ ভুলে গিয়ে
সবাই নিল অস্ত্র কাঁদে
অনেক সাধের বিজয় আসে
রক্তস্নাত ডিসেম্বরে,
বিজয়ী বেশে বীর জনতা
আসল যখন ফিরে
সত্যিকারের বিজয় দেখি
আমার বাংলা মায়ের মুখে।
ফম/এমএমএ/শাপ/