
হাইমচর (চাঁদপুর): ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে ডিসপ্লে প্রদর্শনীতে পুরস্কার গ্রহন করেছে ডিজিটালাইজড শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুল।
বৃহস্পতিবার মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলগী দূর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী।
হাইমচর উপজেলার শিশু শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ডিজিটালাইজড শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুল। যে স্কুলটি ভাল ফলাফলের পাশাপাশি খেলাধুলা এবং কুচকাওয়াজ ও ডিসপ্লেপ্রদর্শনীতে ভাল ভুমিকা রেখে আসছে।
ফম/এমএমএ/