মলতব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজ্ঞান মেলা উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
উদ্বোধন শেষে প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়য়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা একজন শিক্ষার্থীকে যুক্তিবাদী হিসেবে গড়ে তোলবে। কারণ বিজ্ঞানী মেধা যেসব মানুষের মাঝে থাকে তারা যৌন বিদ্যা অর্জন করতে সক্ষম হন। তারা অধিক চিন্তাশীল ও বিজ্ঞানী হয়ে থাকেন। তাই বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, এই যে আয়োজন শিশু শিক্ষার্থীদের জন্য তা আগামীতে দেশ পরিচালনায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং শিশুদের মধ্যে বিজ্ঞান বিষয়টি কাজ করবে এবং মস্তিষ্কে বিজ্ঞান বিষয়ে ধরনা সৃষ্টি হবে। এসব বিষয় চিন্তা করেই সরকার বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ চালু করেছে।
প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বিজ্ঞানের আরেকটা বাস্তবতা আমরা দেখলাম মেট্রোরেল। এটা বিজ্ঞানেরই অবদান। বাংলাদেশে মেট্রোরেল বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তায় ভূমিকা রাখবে। অর্থ ও সময় বাঁচিয়ে মানুষ পৌঁছে যাবে কাঙ্ক্ষিত স্থানে। এই বৈদ্যুতিক মেট্রোরেল জাপানী বিজ্ঞানী প্রযুক্তিতে তৈরি হয়েছে। একটা দেশ কতটা শক্তিশালী সেটা নির্ভর করে বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তি কতটা শক্তিশালী। তাই আমি আশা করি বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানে মেধাবী হয়ে এধরণের প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখবে আজকের শিক্ষার্থীরা।
পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওলানা মো. আকতার হোসেন।
আরো বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ওসি মো. মহিউদ্দিন, ফরাযীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, নন্দলালপুর সামাদিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাখম চন্দ্র শীল, ধনাগোদা তালতলী হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মেহেরিন বিনতে মেহরিন, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী রিয়াদ বেপারী প্রমুখ।
এতে উপজেলার ৪৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এই বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/আরাফাত/