বিচিত্র কুমারের দু’টি কবিতা

(১) যার ডাকে পেলাম
যার ডাকে পেলাম আমরা অধিকার এই স্বাধীনতা
রক্তজবাতে রাঙানো লাল সবুজের উড়ন্ত পতাকা,
আমি বলছি সেই বীরপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা
যার শোকে রক্তাক্ত আগস্ট কাঁদে জাতি পায় ভীষণ ব্যথা।
তিনিই ফিরিয়ে দিয়েছেন আমাদের লক্ষকোটি শহীদের রক্তের বিনিময়ে
এই দেশ এই মাটি নদ নদী বন
গাছ ভরা ফুল ফল নদী ভরা জল গোলা ভরা ধান পাখির কণ্ঠে গুঞ্জন,
চাঁদ তারা ফুল পাখি জোছনা ও জোনাকিদের অবাধ মিলন
গ্রহ পৃথিবী আকাশ বাতাসের এই মধুর বন্ধন।
সে এদেশের মানুষের মুখে ফুটিয়েছিলো একরাশ হাসি
মাঠে-ঘাটে রাখাল বাজিয়েছিলো বিজয়ের বাঁশি,
যিনি এই ভাষায় এই সুরে এই সংগীতে স্বপ্ন এঁকেছিলো বুকের ভিতর
একটা স্বাধীন ভূ-খণ্ডের এই স্বাধীন বাংলাদেশের।
(২)
একাত্তর তুমি
একাত্তর তুমি
কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা,
একাত্তর তুমি
সমগ্র বাঙালির ঐক্যবদ্ধতা।
একাত্তর তুমি
রেসকোর্স ময়দানে ৭মার্চের ঐতিহাসিক ভাষণ,
একাত্তর তুমি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বুকের স্বপন।
একাত্তর তুমি
বীর বাঙালির হাতের মেশিনগান,
একাত্তর তুমি
বাঙালি বুকে চেতনার উল্থান।
একাত্তর তুমি
দীর্ঘ নয় মাসের মৃত্যুর প্রলয়,
একাত্তর তুমি
শতশত মা বোনের কলষ্কের ভয়।
একাত্তর তুমি
পুকুর-ডোবা নদী-নালা খাল-বিলে ভাসা পচা লাশ,
একাত্তর তুমি
বাঙালির বেদনার অবিস্মরণীয় ইতিহাস।
একাত্তর তুমি
লক্ষ প্রাণের বুকে ফোটা মল্লিকা,
একাত্তর তুমি
লাল সবুজের পতাকা।
নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ 01739872753