বিচারপতি আহমেদ সোহেলের চাঁদপুরে দু’দিনের পরিদর্শন

চাঁদপুর: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব আহমেদ সোহেল চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের দু’দিনব্যাপী পরিদর্শনে এসেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বাদ মাগরিব তিনি চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছালে জেলা জজশীপের জিপি, পিপি এবং জেলা আইনজীবী সমিতির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সামছুন্নাহার, জেলা প্রশাসক (ডিসি) মোঃ মহসিন উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান, পুলিশ সুপার মোঃ রকিব উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসীর আহমেদসহ সহকারী জজ ও ম্যাজিস্ট্রেটবৃন্দ।

এসময় ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর জেলা আদালতের জিপি এড. রফিকুল হাসান রিপন, পিপি এড. কোহিনূর রশিদ, স্পেশাল পিপি এড. শিরিন সুলতানা মুক্তা, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক এড. জসিম মেহেদী, লাইব্রেরি সম্পাদক ও এপিপি এড. আবদুল কাদের খান, এপিপি এড. নুরুল আমিন খান আকাশ, এড. কামাল হোসেন পাটওয়ারী, এড. কামরুল ইসলাম, এড. আবদুল কাদের জিলানী মিল্টনসহ আরও অনেকে।

সার্কিট হাউজে বিচারপতি আহমেদ সোহেল আদালতের কার্যক্রম, মামলার অগ্রগতি এবং বিচারপ্রার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন। একইসঙ্গে আদালতের অবকাঠামোগত উন্নয়ন, মামলার জট নিরসন এবং বিচার ব্যবস্থার মানোন্নয়ন বিষয়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নেতারা আশা প্রকাশ করেন, বিচারপতির এ সফর স্থানীয় বিচার ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ন্যায়বিচার প্রাপ্তি আরও সহজতর হবে।

ফম/এমএমএ/

মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম