চাঁদপুর : বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিএনপি জামাতের নেতৃত্বে একটি চক্র দেশি-বিদেশী ষড়যন্ত্র করছে। বিএনপি রাজনীতির মাঠ ছেড়ে গিয়ে বিদেশী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বিএনপি জামায়াতের ষড়যন্ত্র থেকে বিদেশী শক্তি সরে গেছে। এখন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে তারা। এ অবস্থায় ছাত্রলীগ বসে থাকতে পারে না।
শনিবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মিলনায়তনে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিরোধে এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সুরক্ষার লক্ষ্যে কচুয়া ছাত্র-তরুন সমাজকে ঐক্যবদ্ধ করতে উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতির পিতার মুক্তির সংগ্রামের অন্যান্য হাতিয়ারের মধ্যে ছাত্রলীগ ছিলো অন্যতম হাতিয়ার। বাঙ্গালি জাতির প্রতিটি ক্লান্তি লগ্নে ছাত্রলীগের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবার ছাত্রলীগকে জেগে উঠতে হবে।
সভায় সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার।
উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমান হাতেম, ইউপি চেয়ারম্যান হাবিবুরন রহমান, এম আখতার হোসাইন ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।
ফম/এমএমএ/