বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহিনের মায়ের মৃত্যু বার্ষিকীতে দোয়া

বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহিনের মায়ের ২য় মৃত্যুবাষিকীর মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মোনাজাতরত মুসল্লিগন।
চাঁদপুর: চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম হাবিবুর রহমান চোকদারের সহধর্মিনী ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক  মাহবুবুর রহমান শাহিন এর মায়ের মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে শহরের বাইতুল আমিন জামে মসজিদে  মাহবুবুর রহমান শাহিনের  এর  মা মরহুমা শরীয়তুন হাবিবের   দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করে পরিবারের পক্ষ থেকে।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা জাফর আহমেদ।
মিলাদ ও দোয়ায় জেলা বিএনপি, পৌর, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও মরহুম হাবিবুর রহমান চোকদারের পরিবারবর্গ, প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম