মতলব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ পাটচাষী সমিতির সভাপতি, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি ও মতলব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের দুই দফা জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
৬ এপ্রিল বাদ মাগরিব রাজধানীর আগারগাঁওয়ে প্রথম জানাযা এবং সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাইস্কুল এন্ড কলেজ মাঠে দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বিএনপির এই প্রবীন নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন হাজার হাজার সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীরা। নেতাকে শেষ শ্রদ্ধা জানান এবং জানাযার নামাজে অংশগ্রহন করেন উপস্থিত মুসল্লিরা। জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। জানাযার নামা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
জানাযার নামাজে অংশ গ্রহন করেন, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিন মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবকে তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল হুদার পুত্র তানভীর হুদা, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এবি মইনুদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ও জেলা বিএনপির সদস্য অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ডাঃ শামীম সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জান টিপু সহ শত শত নেতাকর্মী।
উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিগণ মরহুম অ্যাড. ফজলুল হক সরকার হান্নানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
ফম/এমএমএ/