বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে : ইসফাক আহসান

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাংলা বাজার বেড়িবাঁধের উপর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কার্যালয়ে বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) দুপুরে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য, বিশিষ্ট শিল্পপতি আহসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান সিআইপি।

উপজেলা ছাত্রলীগের সদস্য সাইফুল সরকারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ। সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এম ইসফাক আহসান কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা। এদিন বিকালে উপজেলার লতরদি গ্রামে তার নিজ বাড়িতে গেলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীসমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এম ইসফাক আহসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য হওয়ার পর মতলবে তার এটাই প্রথম সফর। তাই মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এম ইসফাক আহসান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, বিগত নির্বাচনের মত এবারও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে বিএনপি জামায়াত। তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এটা জনগণের জন্য ক্ষতিকর বিষয়। তাদের অগ্নিসন্ত্রাসীর কারণে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। আমরা তাদের নৈরাজ্যের সঠিক জবাব দিয়ে দিব।

তিনি আরও বলেন, মতলবে যাতে বিএনপি জামায়াত কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এবং কঠিন হাতে দমন করতে হবে। দাঙ্গা হাঙ্গামা করে ক্ষমতায় আসা যাবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে হবে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম