বিএনপি জামায়াত খুনি-সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত : নিখিল

চাঁদপুর: বিএনপি একাধিকবার এক দফা দাবির আন্দোলন ঘোষণা দিয়েছে। কিন্তু জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশ ও বিদেশে বিএনপি জামায়াত খুনি এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাঈনুল হোসেন খান নিখিল।

শনিবার (১৫ জুলাই) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও ডিগ্রি কলেজের চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপিকে প্রতিহত করতে শুধু যুবলীগ নয়, দেশের মানুষ ঐক্যবদ্ধ। যুবলীগকে সু-সংগঠিত করে জনগণের দৌরগোড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মো. কামাল হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্ল্যাহ, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, বিদ্যালয়ের দাতা সদস্য মারুফ হোসেন খাঁন বিজয়, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য তারেক ইসলাম চৌধুরী ও আসাদুজ্জামানসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম