বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে মতলব উত্তরে প্রতিবাদ মিছিল

মতলব উত্তর (চাঁদপুর): আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুলাই) বিকালে উপজেলার সুজাতপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর নির্দেশনায় এ কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সুজাতপুর বাজারের মাইক্রোষ্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুজাতপুর ইউনিট আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগ্রঠন কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিলে অংশগ্রহন করেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মোঃ শাহজালাল মাস্টার, সুজাতপুর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক এসএম জামাল উদ্দিন, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, দুর্গাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাশেম রিপন, ইউপি সদস্য বিল্লাল হোসেন, সাবেক ইউপি সদস্য মনির হোসেন, আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য কালা সুজন, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবলীগ নেতা মাহবুব বেপারী, কামরুল হাসান, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা জসিম উদ্দিন, নিপু সরকার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন, মানিক প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন হিমু, ফতেপুর পুর্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান জনি সহ শত শত নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস নৈরাজ্য করে আওয়ামী লীগকে হটানো যাবে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাদেরকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসা যায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে বিএনপি জামায়াত যে অস্থিরতা সৃষ্টি করছে জনগণ তা ভালো ভাবে নেয় নি। তাই এসব ষড়যন্ত্র করে কখনো ক্ষমতায় আসতে দিবে না জনগণ। ক্ষমতায় আসতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত হতে হবে।

বক্তারা আরও বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ড করে মুজিব সৈনিকদের দাবানো যাবে না। জনগণকে সাথে নিয়ে এর জবাব আমরা রাজপথেই দিব। এসব জ্বালাও পোড়াও কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবী জানান মিছিলকারীরা।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম