বিএনপিতে কোন মাদককারবারি থাকতে পারবে না : শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদরের মৈশাদী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে মতবিনিময় সভা

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় মৈশাদী উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমদ মানিক।

তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কোন মাদককারবারি থাকতে পারবে না। কোন ধরনের বিশৃঙ্খলাকারিকে জায়গা দিবেন না। আপনারা সবাই গত ১৫ বছর অনেক নির্যাতনের শিকার হয়েছেন। যারা আপনাদের নির্যাতন করেছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তবে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং সাধারণ মানুষের মন জয় করতে হবে।

সভায় প্রধান বক্তার বক্তব্য দেন সদর উপজেলা বিএনপি সভাপতি শাহজালাল মিশন। তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি একটি সু-শৃঙ্খল দল। কোন বিশৃঙ্খলাকারিকে প্রশ্রয় দেয়া হবে না।

বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন খান, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, কৃষকদের জেলা সভাপতি এনায়েত উল্লাহ খোকন প্রমূখ।

মৈশাদী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম