বিএনপিকে শক্তিশালী করতে ঐক্য শৃঙ্খলা ও আদর্শের বিকল্প নেই

---ডা. আবুল কালাম আজাদ

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সদস্য ফরম বিতরন করছেন বিএনপি নেতৃবৃন্দ।

চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে ইউনিয়নের আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন হয়। অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আবুল কালাম আজাদ বলেন, আজকের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির মাধ্যমে আমরা প্রমাণ করছি বিএনপি শুধু অতীত নিয়ে পড়ে নেই বরং ভবিষ্যতের জন্য সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করছে। যারা বিশ্বাস করে গণতন্ত্র, জনগণের অধিকার আর দেশের মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতিতে, তারাই এই দলের সদস্য হবে।
তিনি বলেন, বিএনপি সদস্য নবায়ন শুধু একটি কার্যক্রম নয়, দলকে সুসংগঠিত রাখার একটি মাধ্যম। দলকে শক্তিশালী করতে ঐক্য শৃঙ্খলা ও আদর্শের কোনো বিকল্প নেই। এই সদস্যপদ নবায়ন কর্মসূচির মাধ্যমে বিএনপি একটি আদর্শিক ও সংগঠিত কাঠামোর দিকে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কর্ণধার আলহাজ্ব এম এ হান্নান গত প্রায় তিন দশক ধরে উপজেলাবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিগত সময়ে যারা ফরিদগঞ্জের এমপি ছিলেন, তারা এমপি হওয়ার আগে তো দূরের কথা, এমপি হওয়ার পরেও ফরিদগঞ্জের এত উন্নয়ন কাজ করেন নাই। ফরিদগঞ্জের বিএনপি আলহাজ্ব এম এ হান্নানের নেতৃত্বে অতীতের তুলনায় অনেক শক্তিশালী। আগামী নির্বাচনে দল আলহাজ্ব এম এ হান্নানকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ এবং আমরা তাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য ও আষ্টা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মনির হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেবেকা সুলতানা, ছাত্রদলের সদস্য সচিব শাওন চৌধুরী।

এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের আহবায়ক মাহিন বেপারী, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব বিল্লাল হাজী, যুগ্ম আহবায়ক রানা জমাদার, মনির সওদাগর, ইউনিয়ন মহিলা দলের নেত্রী রোকেয়া আক্তার, ছাত্রদলের সভাপতি আতিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাসেল মোল্লা রাফি, সাংগঠনিক সম্পাদক সাইম পাটওয়ারী প্রমুখ। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম