চাঁদপুর: সরকার পতনের এক দফা দাবি আদায়ে শনিবার ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি পালনকালে নেতাকর্মীদের ওপর হামলা–নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে জনসমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (৩১ জুলাই) বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে আয়োজিত জনসমাবেশে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, আমাদের ভাইদের উপর আক্রমণ হয়েছে। তাও আমরা কোন সহিংসতায় যাইনি। এই উপমহাদেশের একমাত্র দল বিএনপি। কাজেই বিএনপিকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না। সরকার ধারণা করছে আমরা তাদের পাদে পা দিবো। কিন্তু আমরা তাদের ফাঁদে পা দেইনি। সবাইকে নিজ নিজ জায়গায় প্রস্তুত থাকতে হবে। ঢাকায় আমাদের চাঁদপুরের ছাত্রদলের যে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি দাবি করছি।
চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, কেন্দ্রীয় বিএনপির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশীদ, জেলা বিএনপির সহ-সভাপতি শুক্কুর পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মো. ইউনুস, জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির, জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর সওকত, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক আমান উল্যাহ আমান, মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নূরুল হক জিতু, মতলব পৌর বিএনপির সভাপতি এনামুল হক বাদল, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সাধারন সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেল ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমুখ।
এর আগে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।
ফম/এমএমএ/