বিআইডব্লিউটি মোড় যুবসমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

চাঁদপুর: ঐতিহ্যবাহী চাঁদপুর বি. আই. ডব্লিউ. টি মোড় যুব সমাজ ও ব্যবসায়ীদের উদ্যোগে ১৯ তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে। 
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ আছর হইতে বি. আই. ডব্লিউ. টি মোড় প্রাঙ্গণ ট্রাক ঘাট তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে ইসলামপুর গাছতলা পীর সাহেব পীরে কামেল আল্লামা খাজা মোঃ অলি উল্লাহ এর সভাপতিত্বে তাফসীর পেশ করেন, ঢাকা গুলশান বাইতুল মামুর জামে মসজিদের খতিব জন নন্দিত মোফসসিরে কোরআন হযরত মাওলানা শায়েখ আব্দুল্লাহ আল নোমানী,ঢাকা বিজয় টিভি, মোহনা টিভি, আনন্দ টিভি ইসলামিক আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি বেলাল হোসাইন হেলালী, ট্রাক ঘাট বাইতুস সালাম জামে মসজিদ এর খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোস্তফা, চাঁদপুর জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা মোহাম্মদীয়া জামে মসজিদ ও মুহতামিম খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ আহসান উল্লাহ।আরো স্থানীয় ওলামায়েকেরাম গন ওয়াজ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি. আই. ডব্লিউ. টি মোড় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আহসান উল্লাহ খান (হাসান), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ সবুজ পাটওয়ারী, সদর থানা বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ পারভেজ ( বাবু পাটওয়ারী), পৌরসভার ১১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ মাইনুল ইসলাম পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহজাহান খলিফা, তাফসীর মাহফিল কমিটির সেক্রেটারী মোঃ মোনোয়ার হোসেন (মনু) খলিফা সহ ট্রাক ঘাট বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিত ছিলেন।
ইসলামী সংগীত পরিবেশনায় চাঁদপুর মোহনা শিল্পগোষ্ঠী ও হিলশা সাহিত্য সাংস্কৃতিক সংসদ।ট্রাক ঘাট ও মানবজাতির কল্যান কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম