চাঁদপুর: নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেছেন, ইলেকট্রনিক মিডিয়ার কারণে সাংবাদিক জগতে একটি বিশাল পরিবর্তন এসেছে। যার মাধ্যমে দ্রুততম সময়ে সঠিক সংবাদ জানানো যায়। অধিকতর নিরাপত্তা ও বাসযোগ্য চাঁদপুর গঠনে পুলিশের পাশাপাশি সাংবাদিকরা নিরলস কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে চাঁদপুর পুলিশ সকল শ্রেণীর সাথে মতবিনিময় সভা করেছে। একটাই উদ্দেশ্য চাঁদপুরে আইন শৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দর রাখতে হবে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, সংবাদ প্রকাশের আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে হয়। কারন প্রতিষ্ঠান গুলো একটি নিয়মের মধ্যে চলে। চাঁদপুর পুলিশ দ্রুত সময় তথ্য দেওয়া ক্ষেত্রে কোন ধরনের কৃপনতা করবে না। সামনের দিনগুলোতে সকল নাগরিকের পাশে চাঁদপুর পুলিশ থাকবে। যানজট নিরসনে আমরা জেলা প্রশাসক, পৌরসভার, ট্রাফিক পুলিশের পরামর্শ গ্রহণ করেছি। সেই লক্ষ্যে কাজের মাধ্যমে দ্রুত যানজট নিরসন হবে।
অনলাইন মিডিয়ার ব্যাপারে তিনি বলেন, সকল ধরনের অনলাইন মিডিয়ার উপর মনেটরিং চলছে। মিথ্যা সংবাদ প্রকাশকারীর বিরুদ্ধে দ্রুত সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ এবং টেলিভিশন সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও জিটিভির জেলা প্রতিনিধি রিয়াদ ফেরদৌস।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কাদের পলাশ সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি রহিম বাদশা, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ, দেশ টিভির জেলা প্রতিনিধি লক্ষন চন্দ্র সূত্রধর, বিজয় টিভির জেলা প্রতিনিধি শোহেল রুশদী, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, এখন টিভির স্টাফ রিপোর্টার তালহা জুবায়ের, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, এন টিভির জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন, একুশে টিভির জেলা প্রতিনিধি নেয়ামত হোসেন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ওয়াদুদ রানা, মোহনা টিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাবু, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি এইচ এম নিজাম, বাংলা টিভির জেলা প্রতিনিধি রহমান রুবেল, বাংলা টিভি সাবেক জেলা প্রতিনিধি বিল্লাল ঢালী।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ক্রাইম এন্ড অ্যাপস ইন্টিলিজেন্ট রাশেদুল হক চৌধুরীসহ প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/