বালুধুম উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য পরে নির্বাচন সম্পন্ন 

চাঁদপুর: অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে  সম্পন্ন হয়েছে  চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের অভিবাবক সদস্য পদে নির্বাচন ।
বুধবার (১২ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে একটানা ভোট গ্রহণ। এদিন মোট ৫৩৭ জন ভোটারের মধ্যে ৩১২ জন ভোটার  তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।সর্বোচ্চ ভোট পেয়ে ৭ জন  প্রার্থীর মধ্যে অভিবাবক সদস্য পদে নির্বাচিত হন ৪ জন।নির্বাচিতরা হলেন বশির মিজি (১৫৯), নূরুল ইসলাম (১৪৯),সোহেল খান (৯৯), জয়নাল মিজি(৯৫)।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন।
সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সুমন কুমার দাস,ইসমাইল হোসেন,আবু ছাইদ,জামাল আব্বাস।
উপস্থিত ছিলেন লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের  সভাপতি আব্দুল আজিজ খান বাদল,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/ইব্রাহীম খান/

ইব্রাহীম খান | ফোকাস মোহনা.কম