বালিয়া ইউনিয়নে ইউপি সদস্যদের নেতৃত্বে চলছে অবৈধ ড্রেজার

চাঁদপুর:  প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে একাধিক  ইউপি সদস্যের নেতৃত্বে চলছে অবৈধ মিনি কাটিং ড্রেজার। সরেজমিনে  গিয়ে দেখা যায় ইউনিয়নের বালিয়া বাজার সংলগ্ন, সাপদী প্রাইমারি স্কুল সংলগ্নসহ বেশ কয়েকটি স্থানে  চলছে অবৈধ  মিনি ড্রেজার । আর এসব অবৈধ  ড্রেজার গুলো বসিয়ে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন ইউপি সদস্য কাদির ও সেলিম তালুকদার। ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি গুলো।
জানাযায়, এই দুই ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে  এলাকায় অবৈধ ড্রেজার ব্যবসা শুরু করে।
আরো জানাযায়,  সদ্য বিদায়ী  চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্মকর্তা  হেলাল উদ্দিন চৌধুরী এর আগেও   তাদেরকে আর ড্রেজার না চালানোর জন্য নির্দেশ দেন । কিন্তু তারপরও তারা হরহামেশেই ড্রেজার ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এদিকে বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ওমর ফারুক তালুকদারকেও এই অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে মাটি কাটতে দেখা যায়। আর এসব ড্রেজার গুলো মূলত স্থানীয় টেলু ও সেলিম নামে দুই ব্যক্তির।ড্রেজার মালিক সেলিম জানান, আমি ১৫ বছর ধরে এই ব্যবসা করছি। এখন কি সমস্যা?
ইউনিয়নের একাধিক লোক জানায়,যেখানে ইউপি সদস্যরা এসব অবৈধ ড্রেজার বন্ধে ভূমিকা রাখার কথা  অথচ সেখানে আমাদের এই দুই ইউপি সদস্য নিজেরাই দীর্ঘ দিন ধরে এই অবৈধ ড্রেজার  ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা তেমন কিছু বলতেও পারতেছিনা।প্রশাসন কেন উনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়না।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যা পাটওয়ারী বলেন,আমি নিজে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।যতটুকু জানি তাদেরকে ড্রেজার আর না চালানোর জন্য বলা হয়েছে। তারপরও কিভাবে চালায়।প্রশাসন কেন ব্যবস্থা নেয় না।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম