বালিয়ায় প্রবাসীর বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ!

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সাপদী গ্রামে সৌদি প্রবাসী মিন্টুর বসত করে শত্রুতা বসত পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে।
পূর্ব শত্রুতা জের ধরে এলাকার সিরাজ খানের ছেলে সোহেল ও বিল্লাল গাজী সহ সংঘবদ্ধ চক্ররা  প্রবাসীর বাড়িতে আগুন লাগিয়ে তারা নিজেরা ফোন করে ঘটনাটি অবগত করে।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় প্রবাসীর ভাই শাহজাহান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।
গত ১৬ই সেপ্টেম্বর গভীর রাতে প্রবাসী মিন্টুর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার সময় প্রবাসীর স্ত্রী সাথী বেগম তার বাবার বাড়িতে চলে যাওয়ায় সেই সুযোগ পেয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটায়।
.এই ঘটনায় প্রবাসীর ভাই শাহাজান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত সাবদি গ্রামের সোহেল খান ও বিল্লাল গাজী জায়গা পাবার কথা বলে বাড়িটি দখল করার চেষ্টা করে।
ঘটনার দিন বাড়িতে কেউ না থাকায় সুযোগ বুঝে বহিরাগতদের সাথে নিয়ে বাড়ির জানালার দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।
এতে করে ঘরের ভিতরে থাকা প্রায় ২০ লক্ষ টাকার মালামাল নগদ অর্থ ও স্বর্ণালংকার আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পরে অভিযুক্তদের মোবাইল ফোন থেকে ফোন করে রাত সাড়ে চারটায় আগুন লাগানোর ঘটনাটি অবগত করেন। তাতেই বুঝা যায় এলাকার সোহেল ও বিল্লাল গাজী এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।  এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা জোর দাবি জানান ভুক্তভোগীর পরিবার।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম