
চাঁদপুর: বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা শাখার এক সভা ১৪ মার্চ সোমবার বিকাল ৪ টায় জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ ( মার্কসবাদী) চাঁদপুর জেলা আহবায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ চাঁদপুর জেলা সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা সাবেক সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজী,সদর উপজেলা কমিউনিস্ট পার্টির কমিটির সভাপতি কমরেড চন্দ্র শেখর মজুমদার, জেলা বাসদ নেতা কমরেড দিপালী রানী দাস, জেলা বাসদ( মার্কসবাদী) নেতা জিএম বাদশা ও রহিমা আক্তার কলি, সদর উপজেলা সিপিবির সদস্য জহিরউদ্দিন বাবর।
সভায় সর্বসম্মতিক্রমে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনকে বাম গণতান্ত্রিক জোট চাঁদপুর জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। আগামী তিনমাসের জন্য তিনি সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
ফম/এমএমএ/